সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা নতুন কিছু নয়। সভ্যতার শুরু থেকে তা চলে আসছে। তবে, তার মধ্যেও কিছু ঘটনা এমন থাকে, যা নারকীয়তার মাত্রাটির জন্যই শিহরণ জাগায়। বাগুইআটি থানার অশ্বিনীনগরে এমনই একটি ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই এলাকার চাল ব্যবসায়ী জগদীশ মল্লিক শনিবার রাতে নিজের বাড়িতেই ছিলেন। অভিযোগ, রাত সাড়ে এগারোটার কিছু পরে তাঁর নাতি বাবাই ও আরও এক ব্যক্তি তাঁর বাড়িতে আসেন। রাতেই জগদীশবাবুর শ্বাসরোধ করে তাঁর মাথায় আঘাত করা হয়। তিনি বাথরুমে পড়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় তৃণমূল কর্মী ৭৭ বছর বয়সী জগদীশবাবুর সঙ্গে সম্পত্তি নিয়ে নাতিদের বিবাদ চরমে উঠেছিল বলে জানা গিয়েছে। জগদীশ বাবু স্থানীয় রাজারহাট টাউন তৃণমূলের যুব সভাপতি পার্থ সরকারেরও ঘনিষ্ট ছিলেন।
জানা গিয়েছে, জগদীশবাবু সম্প্রতি তাঁর সম্পত্তি তাঁর এক ছেলে এবং এক মেয়ের মধ্যে ভাগ করে দিতে চেয়েছিলেন। জগদীশবাবুর এক ছেলে জ্যাংড়া এলাকাতে গাড়ির ব্যবসা করেন। কিন্তু তাঁর মেয়ের পরিবার আর্থিক অনটন ছিল। সেই কারণেই মেয়ে এবং তাঁর সন্তানরা চেয়েছিল পুরো সম্পত্তির ভাগ নিতে। তা নিয়ে অনেক দিন ধরেই অশান্তিতে ভুগছিলেন তিনি।