পিছিয়ে যাচ্ছে পুরসভা নির্বাচন। আগামী ১২ জানুয়ারি রাজ্যে পুরসভা নির্বাচন হবে। করোনার দাপটে ২২ জানুয়ারি হচ্ছে না আসানসোল, বিধাননগর, চন্দননগর এবং শিলিগুড়ি পুরনিগমের ভোটগ্রহণ।
নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার সূত্রের খবর, তিন সপ্তাহ পিছিয়ে যাচ্ছে ভোট। ভোট পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। তাতে সায় দিয়েছে নবান্ন।
আরও পড়ুন: Municipal Election: চার পুরনিগমের নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে আপত্তি নেই রাজ্যের, কমিশনকে চিঠি নবান্নের
২২ জানুয়ারির পরিবর্তে চার পুরনিগমের ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ভোটগণনা হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। এখনও এবিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়নি৷ তবে দ্রুতই বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন।