এবার ভোটে দাঁড়াতে চাননি তিনি । কিন্তু দলের নির্দেশ মেনে শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ড থেকে বাম প্রার্থী হয়েছেন অশোক ভটাচার্য (Ashok Bhattacharjee) । শনিবার, ২০ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি (Siliguri) নেতাজি বয়েজ হাইস্কুলে ভোট দিলেন তিনি । বাম নেতার দাবি, ‘আপাতত শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ।’
স্ত্রী মৃত্যুর পর এই প্রথম একা ভোট দিলেন প্রবীণ বাম নেতা । তাই একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি । তারপর নিজেকে সামলে নেন । শিলিগুড়িতে ভোটের আবহ প্রসঙ্গে অশোক ভট্টাচার্য বলেন, "শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে । পুলিশ প্রশাসন আরও একটু জোরদার হলে ভাল হতো । আশা করি, শিলিগুড়ির রাজনৈতিক ঐতিহ্য মেনে সারাদিনটা এরকম শান্তিপূর্ণই ভোট হবে ।"
আরও পড়ুন, Agnimitra Paul: নির্বাচনের দিন 'গৃহবন্দি' করা হয়েছে তাঁকে, অভিযোগ অগ্নিমিত্রা পালের
সেইসঙ্গে প্রবীণ নেতার দাবি, শিলিগুড়ির মানুষ শাসকদলের বিরুদ্ধে রায় দেবে । তিনি জানান, " শিলিগুড়িতে মানুষ তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য, দাম্ভিকতা, মাতব্বরির বিরুদ্ধে রায় দেবে । বামফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুরবোর্ড গঠন করবে ।