দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের চার পুরনিগমের (Municipal Election 2022) ভোট আপাত শান্তিপূর্ণ । এমনটাই দাবি করল নির্বাচন কমিশন (State Election Commission) । কমিশন সূত্রে খবর, বিকেল ৫টা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়েছে শিলিগুড়িতে (Siliguri) । প্রায় ৭৩.০৫ শতাংশ । অন্যদিকে, আসানসোলে (Asansol) ভোটের হার ৭১.৯৮ শতাংশ, বিধাননগরে (Bidhannagar) ৭১.৩২ শতাংশ, চন্দননগরে (Chandannagar) ৭১.০৬ শতাংশ ।
সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে । দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে আসানসোল । সকাল থেকেই আসানসোলের বিভিন্ন বুথে বিরোধী দলের এজেন্টদের উপর হামলার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে । ভোটকে কেন্দ্র করে গোলমাল চলাকালীন একজন পুলিশ কর্মী আহত হয়েছেন । ওই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশনের তরফে ।
অন্যদিকে, বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডে সকাল সকাল তীব্র উত্তেজনা ছড়ায় । ১১ নম্বর বুথে বিজেপি প্রার্থী ও তৃণমূল প্রার্থীর মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে । এই ঘটনায় রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে । এইসব কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন ।
আরও পড়ুন, Asansol Municipal Election: পুরভোটের দিন দফায় দফায় উত্তপ্ত আসানসোল, পুলিশের সামনেই চলল বোমাবাজি
যদিও, সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নেমেছে কংগ্রেস (Congress) ও বামেরা (CPIM) । অন্যদিকে, বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanata Mazumdar) দাবি, “ভোটের নামে প্রহসন হয়েছে। এ ভোট গণতন্ত্রের সমাধি ।" প্রয়োজনে তিনি আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ।
যদিও, শাসকদলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে । তাঁদের দাবি, খুব ভালভাবেই, শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে । চার পুরনিগমের বাসিন্দাদের শান্তিপূর্ণ ভোটের জন্য ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।