আপাতত স্বস্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। জাতীয় সঙ্গীত অবমানানার অভিযোগে মুম্বইয়ে তাঁর নামে মামলা করা হয়েছিল। তা নিয়ে সমনও পাঠানো হয় মুখ্যমন্ত্রীকে। এবার সেই সমনই খারিজ করল মুম্বইয়ের এক আদালত (Mumbai Court)।
ওই আদালতের প্রধান বিচারক আর এন রোকাড়ে জানান, সমন পাঠানোর প্রক্রিয়ায় ত্রুটি আছে। নগর দায়রা আদালতের যে বিচারক মুখ্যমন্ত্রীকে সমন পাঠান, তাতে আইনের জরুরি বিষয় মানা হয়নি বলেই দাবি করেছেন বিশেষ আদালতের বিচারক।
আরও পড়ুন: শিলিগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, জখম ৩৯ জন ছাত্রছাত্রী
প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর গীতিকার জাভেদ আখতারের ডাকে মুম্বইয়ের একটি কর্মসূচিতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানেই জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছিল। সেই বিষয়টি আদালতেও গড়ায়। বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা মামলা করেন মুখ্যমন্ত্রীর নামে।