উত্তরবঙ্গে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে বাতিল করা হল একাধিক ট্রেন। এর পাশাপাশি একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে বলেও জানিয়েছে উত্তর-পূর্ব রেল। সোমবারের জন্য বাতিল করা হয়েছে শিলিগুড়ি-রাধিকাপুর, রাধিকাপুর-শিলিগুড়ি, মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন স্পেশ্যাল।
রেল সূত্রে জানানো হয়েছে, সবমিলিয়ে মোট ১৯টি ট্রেনের রুট বদল করা হয়েছে। যার মধ্যে বেশির ভাগ ট্রেনই রয়েছে গুয়াহাটির। রয়েছে ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসও। শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস,হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে।
এদিন সকালে রাঙাপানিতে শিয়ালদহের দিকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। এই ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই। ইতিমধ্যেই মৃতদের এবং আহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। ইতিমধ্যেই অক্ষত বগি নিয়েই শিয়ালদহের দিকে রওনা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।