পরিকল্পনা করেই মুলুক রায়কে অপহরণ করেছেন তার গাড়ির চালক রাজু মণ্ডল, এমন অভিযোগ করেছিলেন, মুকুল পুত্র শুভ্রাংশু রায়। এ বারে পাল্টা অভিযোগ করলেন রাজুর স্ত্রী শম্পা মণ্ডল। তিনি দাবি করেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা-১২টা নাগাদ শুভ্রাংশুর স্ত্রী তাঁদের বাড়িতে এসে তাঁর পরিবারের লোকজনকে জেলে পাঠানোর হুমকি দেন।
শম্পার বক্তব্য হুমকি পেয়ে তাঁরা যথেষ্ট আতঙ্কিত। ঘটনার কথা অস্বীকার করেননি শুভ্রাংশু। তার কাছ থেকে বেতন নেওয়া স্বত্বেও কেন মুকুল রায়ের সংগে দিল্লিতে বসে রয়েছেন চালক রাজু মণ্ডল, সেই প্রশ্ন তোলেন শুভ্রাংশু।
West Bengal Weather Update: সপ্তাহান্তে হাওয়া বদল! স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর
সোমবার রাতে মুকুল রায়ের নামে থানায় 'নিখোঁজ' ডায়েরি করেন ছেলে, পরে জদিও জানা যায় তিনি দিল্লি গিয়েছেন, ছেলেকে জানিয়েই গিয়েছেন, বলতে শোনা যায় মুকুলকে। দরকারে ফের বিজেপিতে যোগ দেবেন বলেও জানিয়েছেন মুকুল।