'নিখোঁজ' নন, সোমবার সন্ধের বিমানে দিল্লি গেছেন মুকুল রায়। যদিও তাঁর পুত্র শুভ্রাংশু রায় বাবার ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে দু’টি থানায় অভিযোগ দায়ের করেছেন। রাজনৈতিক মহলে কান পাতলে অবশ্য শোনা যাচ্ছে স্বেচ্ছায় রাজধানী গিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল।
তাঁর দিল্লি-যাত্রার বিমানের টিকিটও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, তিনি চিকিৎসার কারণে দিল্লি গিয়েছেন। অন্য একটা অংশের মতে, তাঁর দিল্লি-যাত্রা রাজনৈতিক কারণেই। ফের বিধায়কের বিজেপি-তে যোগ দেওয়ার সম্ভাবনা, এমন জল্পনাও জোড়ালো হচ্ছে।
২০২১ সালের বিধানসভা ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান মুকুল ও তাঁর পুত্র শুভ্রাংশু। তবে শারীরিক অসুস্থতার কারণে আগের মতো আর রাজনীতিতে সক্রিয় নন তিনি। তবে, মুকুল রায়ের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, মঙ্গলবার বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে দেখা হতে পারে মুকুলের।