সকালে ছেলে শুভ্রাংশু দাবি করলেন, বাবার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। রাতে মুকুল রায় টিভি চ্যানেলকে জানান, ছেলের সংগে আগেই কথা হয়েছিল। টিভি চ্যানেল মারফতই ছেলেকে বিজেপি করার পরামর্শ দিলেন মুকুল রায়!
কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় বলেছেন, ‘‘শরীর ভাল ছিল না বলে কিছু দিন পুরো মাত্রায় রাজনীতি করতে পারিনি। এখন শরীরটা সুস্থ হয়েছে। অমিত শাহজি, নড্ডাজি’র (বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা) সঙ্গে কথা বলব। বিজেপি করব কি না, এখনও ঠিক করিনি। সে রকম হলে বিজেপি করব আবার।’’
Karnataka Election Candidate : এক টাকার কয়েন দিয়েই ১০ হাজারের বন্ড জমা নির্দল প্রার্থীর
মুকুল রায়ের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর ছেলে শুভ্রাংশুও। বর্তমান পরিস্থিতিতে বিড়ম্বনায় পড়েছে তৃণমূল ও বিজেপি, দু’দলই। কুণাল ঘোষের কটাক্ষ ‘‘মুকুলবাবু তিন দিন বিজেপিতে থাকেন। তিন দিন তৃণমূলে। রবিবার বাড়িতে বসে চা খান!’’ অন্য দিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘উনি তো বিধায়ক। গত ৬ মাস ওঁর কোনও খবর পেয়েছেন? উনি ‘লস্ট কেস’। ওঁকে নিয়ে মাথা ঘামানোর কারও সময় নেই।’’