হামলাকারীদের তিনি চেনেন । খুনের চেষ্টা করা হয়েছিল তাঁকে । এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। তাঁর আরও দাবি, এত বছরে কখনও এমন ‘হামলার’ মুখে পড়েতে হয়নি তাঁকে । মঙ্গলবারের ঘটনায় তিনি রীতিমতো বিস্মিত ।
মঙ্গলবার খেজুরি-২ বিডিও অফিস থেকে ফেরার সময় হামলার মুখে পড়েন শিশির অধিকারী । তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় । আর এই হামলা চালানোর মাঝে গাড়ির চালক আচমকা ব্রেক কষতেই মাথায় আঘাত লাগে সাংসদের । এই প্রসঙ্গে শিশির অধিকারী জানিয়েছেন,তাঁকে আক্রমণই লক্ষ্য ছিল হামলাকারীদের । খুনের চেষ্টা করা হয়েছিল । তিনি ওই হামলাকারীদের চিনতে পেরেছেন । আগেও তাঁদের দেখেছেন । বিভিন্ন জায়গায় তাঁদের ‘গুন্ডামি’ করতে দেখেছেন । একইসঙ্গে এই বিষয়ে যেখানে যেখানে প্রয়োজন, সেইমতো অভিযোগ জানাবেন ।
আরও পড়ুন, Sisir Adhikari: খেজুরিতে শিশির অধিকারীর গাড়িতে ইটবৃষ্টি, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান সাংসদ
উল্লেখ্য, পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত ছিল খেজুরি । তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খেজুরি-২ বিডিও অফিস । সেইসময় সেখানে ভোট দিতে গিয়েছিলেন শিশির অধিকারী । সেখান থেকে কোনওরকমে বেরিয়ে গাড়িতে উঠে রওনা দেন বাড়ির উদ্দেশে ।
কিন্তু, মাঝপথে তাঁর গাড়িকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় । অভিযোগ তাঁর গাড়ির কাঁচ ভাঙা হয়। ঘটনায় মাথায় চোট লাগে বর্ষীয়ান সাংসদের । হাসাপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় শিশির অধিকারীকে । দিব্যেন্দু অধিকারী ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন।