পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে মেজাজ হারালেন সাংসদ শতাব্দী রায় । জানা গিয়েছে, বীরভূমের খয়রাশোলে প্রচারে গিয়ে গ্রামবাসীদের আবারও ক্ষোভের মুখে পড়েন সাংসদ । শতাব্দীর অভিযোগ, গ্রামবাসীরা না পাওয়ার তালিকা নিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে ।
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রচারে নেমেছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা । এদিন দলের হয়ে প্রচারে খয়রাশোল ব্লকের অন্তর্গত গাংপুর গ্রামে যান শতাব্দী । সাংসদ সেখানে পৌঁছতেই পানীয় জল-সহ একাধিক দাবিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা । সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । তারপরই মেজাজ হারান তৃণমূল নেত্রী । তাঁর অভিযোগ, গ্রামবাসীরা মিথ্যে কথা বলছে । বাড়ি পেয়েছে যে সেকথা একবারও বলছেন না তাঁরা । শুধুমাত্র অশান্তি তৈরির চেষ্টা করছে । সাংসদ মেজাজ হারাতেই গ্রামবাসীরা চুপ করে যায় । পরে পরিস্থিতি স্বাভাবিক আসে ।
উল্লেখ্য, রবিবারই প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন শতাব্দী রায় । সোমবার সিউড়ি-১ ব্লকের নগরী পঞ্চায়েতের বড়গ্রামে যান ভোট প্রচারে যান শতাব্দী। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কারও অভিযোগ, আবাস পাননি, পানীয় জলের সমস্যা নিয়েও অনেকে অভিযোগ করেছেন । রাস্তার সমস্যা নিয়ে অভিযোগ জানান তাঁরা । এদিনও তিনি বিক্ষোভের মুখে পড়লে মেজাজ হারিয়ে ফেলেন ।