মা দুর্গার সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে করতে অঝোরে কাঁদলেন তিনি। শ্রীরামপুরের গান্ধী ময়দানের ওই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তবে এবারই প্রথম নয়। এর আগে মা দুর্গার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে দেখা গিয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দাপুটে সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণকে।
মহাষ্টমীর সকালে প্রতি বছরের মতোই মণ্ডপে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর পরণে ছিল ধুতি এবং স্যান্ডো গেঞ্জি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রার্থনা করছেন শ্রীরামপুরের সাংসদ। আবেগে বিহ্বল হয়ে পড়েছেন তিনি। কাঁদছেন হাউ হাউ করে। উল্লেখ্য, এর আগেও কল্যাণর এমন ভিডিও সামনে এসেছে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তিনবারের সাংসদ, দাপুটে আইনজীবী। কিন্তু ঈশ্বরের প্রতি তাঁর আবেগ প্রবল। এই ভিডিও আরও একবার সে-কথাই সামনে আনল।