TET পরীক্ষার দিন পরিবর্তন করতে চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন BJP নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তাঁর দাবি, ওইদিন আগে থেকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গীতা পাঠের কর্মসূচি নেওয়া হয়েছে। এবং অভিযোগ, ওই একই দিনে TET পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। সেকারণে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা করেছেন ওই BJP সাংসদ।
সোমবার আদালতের সামনে বিষয়টি নিয়ে আসেন দিলীপ ঘোষের আইনজীবী। সেসময় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়ে দেন, পরীক্ষার দিন পরিবর্তন সম্ভব নয়। তারপরেই মামলা করার পরামর্শ দেওয়া হয়।
বস্তুত ১০ ডিসেম্বর TET পরীক্ষার দিন চূড়ান্ত হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই দিন পরিবর্তিত হয়ে ২৪ ডিসেম্বর করা হয়। ওই দিন আবার BJP-র লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান রয়েছে। সেনিয়েই এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।