ধর্ষকদের একমাত্র সাজা মৃত্যু। জনপ্রতিনিধি হিসাবে নয়, এই মত তাঁর ব্যক্তিগত। বক্তা তৃণমূলের সাংসদ-অভিনেতা দেব। আরজি করের ঘটনায় তাঁর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টার তত্ত্ব তুলে ধরেছিলেন। ধর্ষকদের এনকাউন্টার করার নিদান দিয়েছিলেন অভিষেক। জয়নগরের ঘটনায় এবার সেই নিদানকেই কার্যত সমর্থন করলেন দেব।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মহিষমারির একটা জলা থেকে উদ্ধার হয়েছে নাবালিকা পড়ুয়ার দেহ। পরিবারের অভিযোগ তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৯ বছরের এক যুবককে। তাকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বারুইপুর জেলা আদালত। অভিযুক্তর হয়ে আদালতে দাঁড়ায়নি কোনও আইনজীবী।
দিনভর অশান্তির পর এদিন সন্ধ্যাতেও অশান্তির ছায়া দেখা গিয়েছে জয়নগরে। নাবালিকার দেহ কলকাতায় আনা হয়েছে ময়নাতদন্তের জন্য। কাঁটাপুকুর মর্গের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে বাম-বিজেপি সমর্থকদের। বিরোধীদের অভিযোগ, আরজি করের মতো এই ঘটনাতেও প্রমাণ লোপাট করতে চায় পুলিশ।
পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর ছবি টেক্কা। সেই ছবির প্রচারে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বারুইপুরে এসেছিলেন দেব। জয়নগরের ঘটনায় তাঁর প্রতিক্রিয়া, এই ঘটনার সম্মিলীত প্রতিবাদ হওয়া প্রয়োজন। তাঁর সাফ কথা, ধর্ষকদের সুট অ্যাট সাইট করা উচিত। দেবের দাবি, ধর্ষকদের জনগণের টাকায় বেঁচে থাকার কোনও অধিকার নেই।
এর সঙ্গে দেবের সংযোজন, একজন জনপ্রতিনিধি হিসাবে এই ধরণের কথা তাঁর বলার অধিকার নেই। তবে একজন সাধারণ দেশবাসী হিসাবে তিনি এই কথা বলতেই পারেন। কেন এত ভাল গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও মা-বোনের সম্মান রক্ষা করা যাচ্ছে না, তা নিয়েও ছবির প্রচারে এসে উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ-অভিনেতা দেব।