দিল্লি থেকে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের জন্যই নিয়োগ আটকে রয়েছে বলে দাবি করলেন অভিষেক । তাঁর কথায়, রাজ্য সরকার চাকরি দিতে চায় । কিন্তু, নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে । যার নিট ফল শূন্য । এদিকে, তদন্তের জন্য নিয়োগপ্রক্রিয়াও আটকে রয়েছে । শুধু তাই নয়, মঙ্গলবার যন্তরমন্তরে তৃণমূলের কর্মসূচিতে যদি একজন সাধারণ মানুষের গায়েও আঁচড় পড়ে, তা হলে তার ফল ভাল হবে না বলেও হুঁশিয়ারি দেন অভিষেক ।
সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে অভিষেক বলেন, "রাজ্য সরকার তো চাকরি দিতে চায়। কিন্তু তদন্ত চলছে। কতজন চাকরি পেয়েছে? সারদা, রোজভ্যালি কাণ্ডেও তদন্ত করছে সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায় তো শ্যামল সেন কমিশন গড়ে টাকা ফেরত দিতে চেয়েছিল। কিন্তু তদন্তে কতজন টাকা ফেরত পেল?" এভাবে দিল্লিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিঁধলেন সাংসদ ।
অভিষেক আরও বলেন, "রাজঘাট শান্তির পীঠস্থান। সেখানে মহিলাদের উপরও হামলা চালিয়েছে। মঙ্গলবার আমাদের মারুক ক্ষতি নেই। কিন্তু একজনও সাধারণ মানুষের গায়ে হাত পড়লে তার ফল ভাল হবে না।"