কামদুনি ধর্ষণ-কাণ্ডে বিচার চেয়ে দিল্লি গিয়েছেন মৌসুমী ও টুম্পা কয়াল । বৃহস্পতিবার সেখানে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হলেন তাঁরা । জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে দেখা করেন মৌসুমি ও টুম্পারা । স্মারকলিপিও জমা দেন । তাঁদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা । স্মারকলিপিতে কামদুনির ধর্ষণের ঘটনা সম্পর্কে উল্লেখ করা হয়েছে । একইসঙ্গে কলকাতা হাইকোর্টের রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তাঁরা । এই বিষয়ে মহিলা কমিশন যাতে দ্রুত পদক্ষেপ করে, তার জন্য অনুরোধ জানিয়েছেন মৌসুমি ও টুম্পারা ।
স্মারকলিপিতে আর কী বলা হয়েছে ? জানা গিয়েছে, স্মারকলিপিতে বলা হয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশে কামদুনি ধর্ষণকাণ্ডে চার জন জেল থেকে মুক্তি পেয়েছেন । তাই স্থানীয় মানুষ, যাঁরা ঘটনার প্রতিবাদ করেছন, তাঁরা খুবই আতঙ্কিত । ঘন ঘন হুমকিও পাচ্ছেন । ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা । জাতীয় মহিলা কমিশনের তরফে যাতে কামদুনিতে একটি দল পাঠানো হয়, সেই অনুরোধও করেছেন মৌসুমীরা ।