বঙ্গ বিজেপিতে (West Bengal BJP) আবারও ভাঙনের আশঙ্কা। সোমবার দলের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। মঙ্গলবার দলের মতুয়া বিধায়কদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন তিনি।
আরও পড়ুন: BJP on Covid 19: কোভিডের বিধিনিষেধ নিয়ে রাজ্যকে কটাক্ষ সুকান্তর, সচেতনতার বার্তা দিলীপের
শান্তনুর ওই বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া, অসীম সরকার, অম্বিকা রায় এবং মুকুটমণি অধিকারী, আশিস বিশ্বাস এবং বঙ্কিম ঘোষের মতো বিজেপি বিধায়কেরা। তাঁরা সকলেই মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি।
বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বলেন, ‘‘কী বিষয়ে বৈঠক, তা নিয়ে কিছুই বলা হয়নি। ঠাকুরমশাইকে আমরা মানি। উনি ডেকেছেন, তাই চলে এসেছি।’’
শান্তনু ঠাকুরের অভিযোগ, বিজেপির নতুন কমিটিতে একেবারেই গুরুত্ব পাননি মতুয়ারা।