সপ্তমীর রাতে মাকে খুন করার অভিযোগ উঠল মদ্যপ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কেরানিপাড়া এলাকায়। অভিযুক্তের নাম সমার্থ নাগ। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, সন্ধে থেকে মণ্ডপে ছিলেন সমার্থ। তারপর সেখান থেকে বাড়ি ফিরে আসেন তিনি। অভিযোগ, তারপরেই বাবা ও মায়ের সঙ্গে অশান্তি শুরু হয়। আচমকা ধারাল অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে শুরু করেন সমার্থ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর মায়ের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর বাবা।
Read More- বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, অষ্টমীর দপুর থেকেই বদলাতে পারে আবহাওয়া
প্রতিবেশীরা জানিয়েছেন, শনিবার রাতে বাড়িতে অশান্তি শুরু হয়। তারপর ওই দম্পতির আর্তনাদ শুনতে পান তাঁরা। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে পুলিশের অনুমাণ টাকা পয়সা নিয়ে বিবাদের জেরেই ওই কাণ্ড ঘটিয়েছেন ছেলে।