কোন্নগরে আট বছরের শিশু খুনে, মা এবং তাঁর বান্ধবীকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে বান্ধবীর সঙ্গে শিশুর মায়ের ‘বিশেষ সম্পর্কের’ প্রসঙ্গ। যদিও, আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃত মা জানান, তিনি তাঁর সন্তানকে হত্যা করেননি। এমনকি, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলেও করেছেন দাবি।
পুলিশ জানিয়েছে, শিশুর মৃত্যুর পরেও কার্যত ‘নির্বিকার’ ছিলেন মা। একমাত্র ছেলের খুনের পর পাড়ার কুকুরদের ‘আদর’ করে বিস্কুট খাওয়াতে গিয়েছিলেন অভিযুক্ত মা। যদিও, সেই বিস্কুট নাকি ছুঁয়েও দেখেনি কুকুরটি।
উল্লেখ্য , মাত্র আট বছরের শিশুকে বাড়ির গনেশ ঠাকুরের মূর্তি দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠেছিল। কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শনগরে এলাকায় এই ঘটনায় ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট ও ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে ঘটনার চারদিন পর শিশুর মা ও বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ।