প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharjee) শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে । তবে তিনি বিপন্মুক্ত নন । এখনও তাঁকে রাইল্স টিউবের মাধ্যমেই খাবার খাওয়ানো হচ্ছে । এদিকে তিনি আম খাওয়ার আবদার জানিয়েছেন । সেক্ষেত্রে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আম দেওয়া সম্ভব হবে ? সেই বিষয়েই এবার পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা । ‘সোয়ালো অ্যাসেসমেন্ট’ চলছে তাঁর ।
চিকিৎসকরা জানাচ্ছেন আম খাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি । তবে, তাঁকে রাইল্স টিউব ছাড়া খাওয়ানো যায় কি না সেই বিষয়ে পরীক্ষা চলছে । ‘সোয়ালো অ্যাসেসমেন্ট’-এর মাধ্যমে তা করা হচ্ছে । খাবার খেলে তাঁর বিষম লাগতে পারে কি না বা খাবার গলাধঃকরণ করতে পারছেন কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে । সেই সঙ্গে আমের নরম অংশ বুদ্ধদেবকে (Buddhadeb Bhattacharjee Health) খাওয়ানো যায় কি না, তা-ও দেখছেন চিকিৎসকেরা।
অন্যদিকে, বর্ষীয়ান নেতার ফিজিওথেরাপি চলছে । চিকিৎসকরা জানাচ্ছেন 'ফিজিয়োথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন' চলবে । যা শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে । বুধবারের বুলেটিনে জানানো হয়েছে, রক্তের প্যারামিটার আপাতত স্বাভাবিক রয়েছে তাঁর । আগামী শনিবার পর্যন্ত অ্যান্টিবায়োটিকগুলি চালু রাখার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের । এখনও মাঝে মাঝেই বাইপ্যাপ সাপোর্টেই রাখা হচ্ছে তাঁকে ।
শ্বাসকষ্টের প্রবল সমস্যা নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তারপর তাঁকে ভেন্টিলেশনে রাখা হলেও সোমবার ভেন্টিলেশন থেকে বের করা হয়। মঙ্গলবার সন্ধের বুলেটিনে জানানো হয়েছে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।