গত কয়েকদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (TMC) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abishek Banerjee) বিরুদ্ধে মুখ খুলেছিলেন শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তারপরেই তাঁকে সতর্ক করেছিল তৃণমূল। বাইরে মুখ না খুলে দলের মধ্যে নিজের মতামত দিতেই কল্যাণকে নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেও যেন বিপাক যেন কমছে না সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ।
এবার তাঁর বিরুদ্ধে নালিশ গেল দেশের প্রধান বিচারপতি (Chief Justis of India) এন ভি রামানার ( N V Ramana) কাছে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলার অভিযোগে মঙ্গলবার কল্যাণের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ তুলল তৃণমূলের আইনজীবী সেল। তাদের অভিযোগ, সরকারি পদে থেকে দুর্নীতি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং মহিলা আইনজীবীদের বিশেষ অনুগ্রহের বিনিময়ে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে।
আরও পড়ুন : কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে বিক্ষোভ তৃণমূলের আইনজীবীদের
শুধু দেশের প্রধান বিচারপতিকেই নয়, কল্যাণের বিরুদ্ধে এই অভিযোগ করে চিঠি দেওয়া হয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
মঙ্গলবারই কলকাতা হাই কোর্ট চত্বরে কল্যাণের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন আইনজীবীদের একাংশ। তাঁদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে হাই কোর্টে সিন্ডিকেটরাজ চালাচ্ছেন কল্যাণ। যা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আইনজীবীরা জানিয়েছেন, কল্যাণ সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন। এমনকি রাজ্যপালের বিরুদ্ধে বিরূপ মন্তব্যও করেছেন। এক জন সাংসদ হয়ে প্রায়শই অসংসদীয় ভাষা প্রয়োগ করেন তিনি। এর পাশাপাশি স্বজনপোষণও করেছেন কল্যাণ।নিজের পদাধিকার বলে পুত্র-কন্যাকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন। আইনজীবীদের সেলের বক্তব্য, তাঁরা চান বর্ষীয়ান আইনজীবী এবং সাংসদের বিরুদ্ধেলদৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হোক। যাতে ভবিষ্যতে কেউ নিজেদের ক্ষমতার অপব্যবহার করে এ ধরনের কাজ করার সাহস না পান।
দলের সাংসদের বিরুদ্ধে আইনজীবীদের সেলের এই চিঠি নিয়ে অবশ্য তৃণমূলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।