তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করল মন্দির কর্তৃপক্ষ । আজ অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে মন্দিরে প্রবেশ করতে পারবেন ৫০ জনের বেশি পূণ্যার্থী । প্রত্যেককে ভোগ বিতরণও করা হবে । করোনা (Covid-19) সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ ।
কোভিড বিধি (Covid Guidelines) মনেই মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা । মন্দির চত্বরে মাস্ক (Mask), স্যানিটাইজার (Sanitizer) ব্যবহার বাধ্যতামূলক । সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে । মন্দির চত্বরে কড়া নজরদারি চালানোর জন্য পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে ।
আরও পড়ুন, WB Covid Guideline: নবান্নর নির্দেশে আজ থেকে খুলছে পর্যটন কেন্দ্র, যাত্রী বাড়ছে লোকাল-মেট্রোতে
করোনা তৃতীয় ঢেউয়ের আবহেও খোলা ছিল তারাপীঠ মন্দির । তবে মন্দির খোলা থাকলেও ৫০ জনের বেশি প্রবেশে অনুমতি ছিল না । ভোগ বিতরণের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ ছিল । এবার সেইসব বিধিনিষেধ কিছুটা শিথিল করা হল মন্দির কর্তৃপক্ষের তরফে ।