অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ফের বিপুল সম্পত্তির হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার এই সংক্রান্ত একটি সিজার লিস্ট জমা দিয়েছে CBI
সিজার লিস্টে দেওয়া তথ্য অনুযায়ী সায়গল হোসেনের আরও সাতটি সম্পত্তি এবং তিনটি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে। তারমধ্যে একটি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে বীরভূমের সিউড়িতে। বাকি জমিগুলো রয়েছে ডোমকলে। ওই জমিগুলির বাজারমূল্য দেখানো হয়েছে প্রায় ৬০ লাখ টাকা।
CBI-এর তরফে জমা দেওয়া সিজার লিস্টে দেখানো হয়েছে, ওই জমিগুলি সায়গলের স্ত্রী সোমাইয়া খন্দেকর ও সায়গলের মা লতিফা খাতুনের নামে রয়েছে। এছাড়াও যে ব্যাঙ্ক অ্য়াকাউন্টগুলির হদিশ পাওয়া গেছে সেখানে মোট ৩৫ লাখ টাকা রয়েছে। যদিও CBI সূত্রে জানা গিয়েছে, ওই অ্য়াকাউন্টগুলির ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি ডোমকলে একটি ইটভাটা রয়েছে বলেও জানা গিয়েছে।
গরু পাচার মামলায় দিল্লির তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। একই জেলে রয়েছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্য়া মণ্ডলও। জিজ্ঞাসাবাদের জন্য সুকন্যাকে ডেকে পাঠানো হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের সময়েই গ্রেফতার করা হয় তাঁকে।