গত কয়েক দিনের দফায় দফায় বৃষ্টিপাতের জেরে আশঙ্কায় পূর্ব বর্ধমানের আউসগ্রামের চাষীরা। হাওয়া অফিসের পূর্বাভাস মতো গত কয়েকদিনের বৃষ্টিতে আউশগ্রামের কয়েকটি এলাকায় ধানজমি জলমগ্ন হয়েছে। ফলে কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। কারণ ধানগাছে থোর আসতে শুরু করেছে। বৃষ্টির ফলে গোটা জমি ডুবে যাওয়ায় ধানগাছ পচে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার কৃষকরা।
আউশগ্রামের সোমাইপুর ও আউশগ্রামের মাঝামাঝি এলাকায় বেশ কিছু ধানজমি জলমগ্ন হয়ে রয়েছে। ওই এলাকায় পাঁচটি বড় নালা এক জয়গায় এসে মিশেছে। স্থানীয় এলাকায় পঞ্চগঙ্গা নামে পরিচিত ওই নিচু জলাভূমি এলাকা। গত তিনদিন দফায় দফায় বৃষ্টিপাতে পঞ্চগঙ্গা-সহ আশপাশের এলাকা প্লাবিত হয়। জলে ডুবে গিয়েছে প্রচুর ধানজমি।
এছাড়া আউশগ্রামের কুনুর নদীর সংলগ্ন সিলুট, বসন্তপুর এলাকায় বেশকিছু ধানজমি জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির জেরে কুনুর নদীর জলও বেড়েছে। নদী ছাপিয়ে এলাকা প্লাবিত। ওই এলাকার কৃষকরাও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।
যদিও এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলার উপকৃষি অধিকর্তা আশিষ কুমার বারুই আশার আলো দেখছেন। তিনি বলেন, 'এখনও পর্যন্ত যা বৃষ্টি হয়েছে তাতে ধানের ক্ষতির আশঙ্কা নেই। বরং বৃষ্টির কারণে সেচের জলের অভাবটা অনেকটাই মিটবে। ফলে, কৃষকদের সুবিধা হবে।'