বাংলায় মাঙ্কি পক্স (Monkey Pox in West Bengal) নিয়ে তৈরি হচ্ছিল আতঙ্ক । তবে এবার সেই আতঙ্ক কাটতে চলেছে । মাঙ্কি পক্স (Monkey Pox) সন্দেহে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি যুবকের রিপোর্ট (Bengal Monkey Pox Update) নেগেটিভ এসেছে । চিকেন পক্স হয়েছে তাঁর । তারই চিকিৎসা চলছে । খুব তাড়াতাড়ি হাসাপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ।
কিছুদিন আগেই বিদেশ থেকে ফিরেছেন ওই যুবক । পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা । গায়ে ‘র্যাশ’ বেরোনো এবং অন্যান্য উপসর্গ ছিল তাঁর শরীরে । মাঙ্কি পক্স সন্দেহে তাঁর রক্তের নমুনা পাঠানো হয় পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)-তে । এনআইভি থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ।
আরও পড়ুন, Monkey Pox : রাজ্যে মাঙ্কি পক্সের আতঙ্ক ! বিদেশ ফেরৎ যুবকের নমুনা পাঠানো হল পরীক্ষার জন্য
উল্লেখ্য, কোভিড অতিমারীর দাপট পুরোপুরি কাটার আগেই মাঙ্কি পক্স ভাইরাস সংক্রমণে জেরবার ইউরোপের বিভিন্ন দেশ । সংক্রমণ ছড়িয়েছে আমেরিকাতেও । মাঙ্কি ভাইরাসের লক্ষণগুলি হল র্যাশ হওয়া, কনজাংটিভাইটিস, মুখের আলসার এবং জ্বর ইত্যাদি । বর্তমানে সারা বিশ্বে ছ'হাজারের বেশি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে ।