বিধানসভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আইন মন্ত্রী মলয় ঘটক। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বেলভিউ হাসপাতালে। রক্তচাপ কমে যাওয়ায় শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি।
জানা গিয়েছে, বাদল অধিবেশন চলাকালীন বিধানসভায় উপস্থিত ছিলেন মলয় ঘটক। নিজের ঘরে বেশ কিছু কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেসময় আচমকা অসুস্থতা বোধ করেন। প্রথমে বিধানসভার মেডিক্যাল অফিসার প্রাথমিক পরীক্ষা করে জানান মন্ত্রীর রক্তচাপ কমে গিয়েছে। তারপর দ্রুত নিয়ে যাওয়া হয় বেলভিউ হাসপাতালে।
রক্তচাপ কমে যাওয়ায় দ্রুত অসুস্থতা বাড়তে থাকে। অসুস্থতার খবর পেয়ে তাঁর ঘরে পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়করা। হুইল চেয়ারে করে তাঁকে গাড়িতে তোলা হয়।