লোকসভা নির্বাচনের আগে সংঘ পরিবারের পাখির চোখ বাংলা। কয়েকদিন আগেই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। আজ, শনিবার কলকাতায় আসছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। আজই রাজ্যে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরেক শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসবোলে। তিনি আসছেন দুর্গাপুরে।
টানা দু'দিন সাংগঠনিক সফরে বাংলায় থাকবেন মোহন ভাগবত৷ একাধিক বিশিষ্টজনের সঙ্গে দেখা করতে পারেন তিনি৷ তাঁদের মধ্যে আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাস, সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি তথা বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে-সহ বেশ কয়েকজন শিল্পী-বুদ্ধিজীবী-শিক্ষাবিদ। প্রবীন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িও যেতে পারেন ভাগবত। ১৯৯১ সালের লোকসভায় বিজেপির টিকিটে লড়েছিলেন ভিক্টর।
এর বাইরে রাজ্য বিজেপির তিন স্তম্ভ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে 'সমন্বয় বৈঠক' করার কথা ভাগবতের। লোকসভা নির্বাচনের প্রস্তুতি ছাড়াও রামমন্দির নিয়ে রাজ্যব্যাপী কর্মসূচি নিয়েও কথা হতে পারে।