দশমীর রাতে মাল (Malbazar Flash Flood) নদীতে হড়পা বানে মানুষজনকে ভেসে যেতে দেখেই সবকিছু ভুলে নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন মহম্মদ মানিক (Mohammad Manik) । নিজের জীবনের ঝুঁকি নিয়ে একা হাতেই কোনওরকমে পাড়ে টেনে তোলেন ১০ জনকে। সেই গাঁয়ের হিরো 'মানিক' তাঁর সাহসিকতার জন্য পুরস্কৃত হলেন । মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত থেকে নিলেন এক লাখ টাকার চেক ও সরকারি শংসাপত্র । তাঁকে চাকরিরও প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী । সরকারি চাকরি,যে কেউ তা লুফে নেবে । কিন্তু, মানিক ভাবছেন চাকরি করবেন কি না । ভাবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়ে নিয়েছেন তিনি (Mamata Banerjee gives reward to Mohammad Manik) ।
মঙ্গলবার আদর্শ বিদ্যাভবন স্কুলে প্রশাসনিক বৈঠকে মালবাজারের ঘটনায় মৃতদের পরিবারের একজনকে চাকরির নিয়োগপত্র হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী । সেইসঙ্গে সেদিনের ৭ উদ্ধারকারীকে দেওয়া হয় ১ লাখ টাকার চেক ও সরকারি চাকরির প্রস্তাব । তাঁদের মধ্যে ছিলেন মানিকও । বেশিরভাগই মুখ্যমন্ত্রীর চাকরির প্রস্তাবে রাজি হয়ে যান । মানিককেও গ্রুপ-সি অথবা কনস্টেবল কিংবা সিভিকের চাকরির প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে কোন চাকরি তিনি করবেন বা আদৌ করবেন কি না, তা এখনও ভেবে উঠতে পারেননি মানিক। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, তাতেই খুশি মানিক । তিনি বলেন,"মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে, এটা কখনও কল্পনা করিনি। এত কাছ থেকে কোনও দিন মুখ্যমন্ত্রীকে দেখব, সেটাই তো ভাবিনি।"
আরও পড়ুন, Mamata Banerjee: হড়পা বানে মৃতদের পরিবারের একজনকে চাকরি, উদ্ধারকারীকে ১ লাখ টাকার চেক মুখ্যমন্ত্রীর
মানিক আরও জানিয়েছেন, কে চাকরি নেবেন, কে নেবেন না তা সম্পূর্ণ তাঁদের নিজস্ব বিষয় । তবে তিনি চাকরি করবেন কি না সেই বিষয়ে নিশ্চিত নন । তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ও চেয়েছেন মমতার বন্দ্যোপাধ্যায়ের কাছে ।
দশমীর দিন চোখের সামনে অতগুলো মানুষকে ভেসে যাতে দেখে আর স্থির থাকতে পারেননি মানিক। বন্ধুর জিম্মায় নিজের ফোনটা দিয়ে ঝাঁপিয়ে পড়েন পনেরো ফুট উঁচু থেকে। এরপরের কাহিনী হাড় মানাবে যেকোনও রোমহর্ষক সিনেমাকেও। মানিকের হাত ধরেই প্রাণে বেঁচে যান আট দর্শনার্থী। জীবন ফিরে পেয়ে তাঁদের মুখে শুধু একটাই কথা, ভাগ্যে মানিক সঙ্গে ছিল, কী দুর্দশাই হত তা না হলে। কিন্তু প্রাণ বাঁচিয়েও আক্ষেপ যায়নি মানিকের। তাঁর মতো আরও কিছু সাঁতারু থাকলে হয়তো অকালে ঝরে যেত না ৮টি প্রাণ। তাই সকলের কাছে 'হিরো' হয়েও ওই ৮ জনের জন্য নিজে হেরে গিয়েছেন বলেই দাবি করেছিলেন মানিক ।