তাঁর একার জন্যই প্রাণ ফিরে পেয়েছেন ১০ জন। চোখের সামনে অগণিত মানুষকে ভেসে যেতে দেখে স্থির থাকতে পারেননি তেশিমিলা গ্রামের মহম্মদ মানিক। বিপদে ঝাঁপিয়ে পড়ে একা হাতেই পাড়ে টেনে তোলেন ১০ জনকে। কিন্তু তারপরেও তাঁর মনে শান্তি নেই। ৮ জনের মৃত্যু যথেষ্ট নাড়া দিয়েছে বলেই জানান তিনি।
জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারও সপরিবারে মাল নদীতে প্রতিমা নিরঞ্জন দেখতে যান মানিক। চারিদিকে লোকে লোকারণ্য। ঢাকের বাদ্যির তালে মায়ের বিসর্জন চলছে। আচমকাই ছন্দপতন। নদীতে হড়পা বান আসে। অস্থায়ী বাঁধ ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকে ভাসিয়ে নিয়ে যায় একাধিক দর্শনার্থীকে। সেই দৃশ্যে ভয় না পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে মানিক। দ্রুত হাতে উদ্ধার করে আনেন একে একে ১০ জনকে।
আরও পড়ুন- Maniktala body Recovered: বাড়ির সামনে ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, খুনের অভিযোগ স্ত্রীর
কিন্তু প্রাণ বাঁচিয়েও আক্ষেপ যাচ্ছে না মাল নদীর সঙ্গে পরিচিত মানিকের। তাঁর মতো আরও কিছু সাঁতারু থাকলে হয়তো অকালে ঝরে যেত না ৮টি প্রাণ। তাই সকলের কাছে 'হিরো' হয়েও ওই ৮ জনের জন্য নিজে হেরে গিয়েছেন বলেই দাবি মানিকের।