অবশেষে ইডেনের ম্যাচের টিকিট জট কাটল। সিএবি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বিধানসভার স্পিকার। তারপরেই বৃহস্পতিবার বিধানসভায় পৌঁছে যায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিট। উল্লেখ্য ইডেনের ম্যাচের টিকিট না পেয়ে ক্ষুব্ধ হন বিধায়করা। তারপরেই CAB প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বুধবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বিধানসভায় গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করে আসেন। সেখানে দু-পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। সূত্রের খবর ওই বৈঠকেই ২৯৩ জন বিধায়কের জন্য সর্বোচ্চ ১টি করে টিকিট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
ওই বৈঠকের পরের দিনেই বিধানসভায় পৌঁছে যায় ইডেন ম্যাচের টিকিট। স্পিকার নিজেই টিকিট বণ্টন শুরু করেছেন বলে খবর পাওয়া গিয়েছে।