অন্য দল থেকে আসা বদমায়েশগুলোর জন্যই আজ তৃণমূল বদনাম হচ্ছে। দুর্নীতি প্রশ্নে এবার মুখ খুললেন বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। এবং রাজ্যে দুর্নীতির জন্য তিনি সরাসরি দায় চাপালেন অন্যদল থেকে তৃণমূলে আসাদের উপরেই। রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে রবিবার তাপস রায় জানিয়েছেন, নিজের পায়ের নীচে মাটি শক্ত করতে অন্যদলের বদমায়েশগুলো তৃণমূলে এসেছিল। এই জায়গাটা তাঁদের আটকানো উচিত ছিল বলেও মনে করেন বর্ষীয়ান বিধায়ক। রাজনৈতিক মহলের দাবি, নাম না করে দলের প্রাক্তন সাধারণ সম্পাদক মুকুল রায়কেই বিঁধেছেন তাপস রায়।
শিক্ষা থেকে দমকল। অভিযোগ সবদিক থেকেই দুর্নীতিতে বিদ্ধ রাজ্য সরকার। বিরোধীদের তীর যেমন রয়েছে, তেমনই দল থেকেও মাঝেমধ্যে অভিযোগ উঠছে। বিশেষ করে শিক্ষা নিয়ে দুর্নীতিতে বেশ চাপে আছে সরকার। একাধিক ব্যক্তি এই ইস্যুতে গ্রেফতার হয়েছেন। বিধায়ক তাপস রায়ের মতে, ঠিক সময় যদি ওই বদমায়েশগুলোকে রোখা যেত, তাহলে আজ এই দিন দেখতে হত না।
এদিন সভায় তিনি জানান, ভুল যেমন হয়েছে। তেমনই ভুল স্বীকারও করতে হবে। আর এই ভুল স্বীকার করেই মানুষের কাছে যেতে হবে। হারানো আস্থা ফেরত চাইতে হবে।