চিটফান্ড-কাণ্ডে (Chit-Fund Case) মঙ্গলবার সিবিআই (CBI) দফতরে হাজিরা দিলেন না বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী (Subodh Adhikari) । বরং হাজিরার জন্য আরও ১৫ দিন সময় চেয়ে নিলেন তৃণমূল (TMC) নেতা । তাঁর আইনজীবী জানিয়েছেন, যে নথি তাঁর মক্কেলের কাছে চাওয়া হয়েছে, তা এত দ্রুত জোগাড় করা সম্ভব নয় । তাই,সিবিআইয়ের কাছে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে (Subodh wants time from CBI)।
সানমার্গ চিটফাণ্ড মামলায় বিভিন্ন তথ্য জানতে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল সুবোধ অধিকারীকে । তিনি হাজিরা দেননি । তবে, দুপুরে প্রয়োজনীয় কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন বীজপুরের বিধায়কের দু’জন আইনজীবী । সুবোধের এক আইনজীবী জানান,যে সব তথ্য তাঁর মক্কেলের কাছে চাওয়া হয়েছে, তা এত দ্রুত জোগাড় করা সম্ভব নয় । তাই তিনি সিবিআইয়ের কাছে ১৫ দিনের সময় চেয়ে নিচ্ছেন ।
সম্প্রতি, চিটফান্ড-কাণ্ডে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর একাধিক ফ্ল্যাটে এবং বাড়িতে তল্লাশি চালায় সিবিআই । চিটফান্ড কাণ্ডে ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির সঙ্গে সুবোধের যোগ আছে বলে মনে করছে সিবিআই । সিবিআই সূত্রে খবর, বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন তাঁরা । সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সিজিও দফতরে হাজিরার নির্দেশ দেয় সিবিআই ।