NJP to Dhaka Mitali Express : ফের এনজেপি টু ঢাকা ট্যুর, চালু হল 'মিতালি এক্সপ্রেস'

Updated : Jun 01, 2022 14:21
|
Editorji News Desk

ফের চালু হল এনজেপি-বাংলাদেশ রেল পরিষেবা (NJP-Bangladesh rail service) । বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চালু হয় 'মিতালি এক্সপ্রেস' (Mitali Express) । নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে এই ট্রেন । এদিন, মিতালি এক্সপ্রেস জলপাইগুড়ি টাউন স্টেশন (Jalpaiguri Station) ছুঁতেই আনন্দে মেতে ওঠে‌ন জলপাইগুড়ি শহরের মানুষ ।

স্টেশনে ট্রেন ঢুকতেই ফুল দিয়ে স্বাগত জানান সাধারণ মানুষেরা । জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা ব‍্যানার হাতে যাত্রীদের শুভেচ্ছা জানান । স্টেশনে উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের কর্মকর্তা গোবিন্দ রায়, তপন চক্রবর্তী সহ অসংখ্য মানুষ । গোবিন্দ রায় জানাচ্ছেন, ৫৭ বছর পর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেল পরিষেবা নতুন করে চালু হল । ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় রাখতে জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে সমস্ত যাত্রীদের শুভেচ্ছা জানানো হল । একইসঙ্গে দুই দেশের সরকারকে অভিনন্দন জানিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন, KK's last concert at Najrul Manch: মঞ্চে এখনও সাঁটা কেকে-র গানের তালিকা, শিল্পী কিন্তু মহাপ্রস্থানের পথে
 

তবে, বেশ কিছু দাবি তাঁরা জানিয়েছেন রেল কর্তৃপক্ষের কাছে । তাঁদের দাবি, জলপাইগুড়ি ঐতিহ্যবাহী স্টেশন । আগে যখন এই ট্রেন চালু ছিল, তখন সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথের মতো বহু বিখ্যাত মানুষের পদধূলি পড়েছিল এই স্টেশনে । তাই কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি, মিতালি এক্সপ্রেসের ক্ষেত্রে জলপাইগুড়ি স্টেশনকেও স্টপেজ করা হোক । এছাড়া আরও বেশ কয়েকটি বিষয়ে দাবি জানিয়েছেন তাঁরা । উল্লেখ্য, লোকো পাইলট বদলানোর জন্য ভারত ও বাংলাদেশের শেষ স্টেশন চিলাহাটি আর হলদিবাড়িতে ট্রেনটি থামবে। বাকি আর কোনও স্টপেজ নেই ।

রেল সূত্রে খবর, প্রতি বুধবার ও রবিবার ট্রেনটি এনজেপি থেকে ছাড়বে । অন্য়দিকে ঢাকা থেকে সোম ও বৃহস্পতিবার এই ট্রেন ছাড়বে । ট্রেনটি চারটি প্রথম শ্রেণির এসি কামরা থাকছে । চারটি এসি চেয়ার কার থাকছে । তবে এনজেপি থেকে যাওয়ার পথে সবটাই চেয়ার কার থাকবে । আসার পথে শোয়ার ব্যবস্থা রয়েছে ।

BangladeshNJPTrainMitali Express

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর