পুরী থেকে উদ্ধার হল ডায়মন্ডহারবারের BJP নেতার নিখোঁজ ছেলে। ওই বিজেপি নেতা স্থানীয় একটি পঞ্চায়েতের সদস্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, ফোনের সূত্র ধরে পুরী থেকে উদ্ধার করা হয়েছে তাঁকে।
কী ঘটেছে?
BJP-নেতা শঙ্কুদেব পণ্ডা জানিয়েছেন, গত ১০ দিন ধরে নিখোঁজ ছিল ওই পঞ্চায়েত সদস্যের ছেলে। তারপর স্থানীয় এক শিক্ষকের কাছে ফোন আসে, জানানো হয় নিখোঁজ ছেলেকে রাখা হয়েছে পুরীতে। সেই ফোনের সূত্র ধরে পুরী রওনা দেন পরিবারের সদস্যরা। এবং সেখান থেকেই উদ্ধার করা হয় তাঁকে।
পুরো বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন শঙ্কুদেব পণ্ডা। তাঁর দাবি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে পুরো ঘটনাটি তদন্ত হওয়া উচিত।