Jalpaiguri Rape : ধর্ষণের চেষ্টা, খুনের হুমকি, অপমানে গায়ে আগুন, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে নাবালিকা

Updated : Apr 15, 2022 14:48
|
Editorji News Desk

প্রথমে ধর্ষণের (Rape) চেষ্টা । তারপর খুনের হুমকি । বিষয়টি জানাজানি হতেই অপমানের ভয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জলপাইগুড়ির (Jalpaiguri Rape) এক নাবালিকা । এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি । ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ ।

ধৃতেরা হল অজয় রায় ও বিজয় রায় । বৃহস্পতিবার সন্ধেবেলা তাদের গ্রেফতার করা হয়েছে । চিকিৎসকেরা জানিয়েছেন, মেয়েটির দেহের ৬৯ শতাংশের বেশি পুড়ে গেছে । অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে চিকিৎসকেরা নেবুলাইজার দিয়ে শ্বাসকষ্ট কমানোর চেষ্টা করেন । কিন্তু, মেয়েটি তা বেশিক্ষণ নিতে পারেনি । পরে তাকে অক্সিজেন দেওয়া হয় ।

ঘটনা ঘটেছিল ২৮ ফেব্রুয়ারি । অভিযোগ, ওইদিন বাড়িতে একাই ছিল ওই নাবালিকা । সেইসময় এক যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে । তার জামাকাপড় ছিড়ে দিয়েছিল বলে অভিযোগ । নাবালিকার চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায় । ঘটনার পর ময়নাগুড়ি থানার দারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । সেই থেকে উধাও হয়ে যায় অভিযুক্ত যুবক । পরে আদালত থেকে জামিন নেয় অভিযুক্ত ।,

আরও পড়ুন, Shantiniketan minor rape: নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ শান্তিনিকেতনে, অভিযুক্ত পাঁচ
 
 

জামিন নেওয়ার পরেই ওই নাবালিকা ও তার পরিবারকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ । নাবালিকার বাবার অভিযোগ, বুধবার দুপুরে দুই যুবক মুখ ঢেকে তাদের বাড়িতে আসে । সেই সময় মেয়ে একাই বাড়িতে ছিল । তারা ওই যুবকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নিতে বলে । অভিযোগ না তুললে খুনের হুমকিও দেওয়া হয় । নাবালিকার বাবার দাবি, অভিযুক্ত ব্যক্তির ভাই তৃণমূল করে ।

বৃহস্পতিবার সকালে নাবালিকা বাড়ির সবাইকে বিষয়টি খুলে বলে । এরপরেই দুপুরবেলা ফাঁকা বাড়িতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা । তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

RapeJalpaiguri

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর