বাড়ি থেকে ডেকে জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলে। মূল অভিযুক্ত অজয় ঘরামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ওই ব্যক্তি পরিবারের পরিচিত। নাবালিকার বাবাকে কাজও দিয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ওই নাবালিকা। সেই সময় অভিযুক্ত অজয় তাকে ডেকে নিয়ে যায়। পূর্ব পরিচিত থাকায় অজয়ের ডাকে সে চলে যায়। ভরসা করে যাওয়ার পর সেখানেই নাবালিকাকে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ।
নির্যাতনের পর ফের বাড়ির সামনে ওই নাবালিকাকে ছেড়েও দিয়ে যায় অভিযুক্ত। ঘটনার কথা বাড়ির কাউকে বললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় সে। কিন্তু বাড়ির লোককে ওই কথা জানাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়। সোমবরাই অজয়কে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।