অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে । ওই নাবালিকার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে স্টুডিওতে ডেকে নিয়ে অশালীন ছবি তুলত ওই যুবক । তারপর তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । অভিযুক্ত যুবক শুভজিৎ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ । রিজেন্ট পার্ক এলাকার ঘটনা (Kolkata News) ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে শুভজিতের সঙ্গে মেয়ের আলাপ । অভিনয়ে নামানোর আশ্বাস দেয় সে । শুভজিতের কথা মতো রিজেন্ট পার্কের একটি স্টুডিয়োয় ওই নাবালিকাকে নিয়ে যান তার মা-বাবা । একবার নয়, বেশ কয়েকবার মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিলেন তাঁরা । অভিযোগ, তাঁদের অজান্তেই নাবালিকার অশালীন ছবি তোলা হয় সেখানে । এরপর ৬ মে ওই নাবালিকাকে স্টুডিওতে ডেকে অশালীন ছবিগুলো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । প্রথমে ওই নাবালিকা বাড়িতে না জানালেও পরে তার অসুস্থতায়, পুরো ঘটনাটি জানতে পারেন তার মা-বাবা। এরপরেই, তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন । ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । আগামী ১৫ মে পর্যন্ত তার পুলিশি হেফাজত রয়েছে ।
আরও পড়ুন, Mamata Banerjee : রবীন্দ্রজয়ন্তীতে রাজনৈতিক তরজা, নাম না করে শাহকে কটাক্ষ মমতার
পরিবারের দাবি, এই ঘটনায় আরও এক যুবক জড়িত রয়েছে । তারও খোঁজ চালাচ্ছে রিজেন্ট পার্ক থানার পুলিশ ।