Paresh Adhikary at CBI office: এসএসসি দুর্নীতি মামলায় অবশেষে নিজাম প্যালেসে পরেশ অধিকারী

Updated : May 19, 2022 20:49
|
Editorji News Desk

এসএসসি দুর্নীতি মামলায় অবশেষে সিবিআইয়ের (CBI office) তলবে হাজির হলেন রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ছ'টার পর পৌঁছলেন নিজাম প্যালেসে। মন্ত্রীর পাশাপাশি তাঁর মেয়ের বিরুদ্ধেও এফআইআর দায়ের করে তলব করা হলেও মেয়ে অঙ্কিতা গরহাজির। আপাতত শুধু পরেশ অধিকারীই (Paresh Adhikari)কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI officials) আধিকারিকদের মুখোমুখি হয়েছেন। এসএসসি-তে মেয়েকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সিবিআই তদন্তের মুখে পড়েছেন রাজ্যের এই মন্ত্রী।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি তদন্তে পার্থকে ফের তলব করল সিবিআই

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikary) কোনও জামাই আদর নয়। নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের (High Court) নির্দেশে এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর কাছে হাজিরা দেওয়ার কথা ছিল পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতার। কিন্তু তাঁরা এখনও হাজিরা দেননি। বারবার বলা সত্ত্বেও হাজিরা না দেওয়ায় দু’জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে সিবিআই।

পরেশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর মেয়েকে বেআইনি ভাবে শিক্ষিকার চাকরি পাইয়ে দিয়েছেন। বৃহস্পতিবার হাই কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, পরেশ অধিকারী যেখানেই থাকুন, বিকেল ৩টের মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। কিন্তু এদিন তিনটের মধ্যে তিনি হাজিরা দেননি।

বৃহস্পতিবার এই মামলার শুনানি চলাকালীন পরেশবাবুর আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেল এখনও কোচবিহারেই রয়েছেন, তাই বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে কলকাতায় সিবিআই অফিসে হাজিরা দেওয়া সম্ভব নয় পরেশবাবুর পক্ষে। তবে তিনি জানান, পরেশবাবু কলকাতার উদ্দেশে বিমানে বাগডোগরা থেকে রওনা হয়েছেন।। সন্ধে নাগাদ কলকাতায় আসতে পারবেন।

Paresh Adhikaryssc scamnijam palaceCBI

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর