বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় সি বি আই তল্লাশি চলছে। সেই তল্লাশি নিয়ে এবার মুখ খুললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।
বৃহস্পতিবার নারদ মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানেই তাঁকে CBI তল্লাশি নিয়ে প্রশ্ন করা হলে তাঁর জবাব, অমিত শাহ বুধবার কলকাতায় এসে বলে গিয়েছেন সেকারণে তল্লাশি চালানো হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য এই ধরনের অভিযান আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। একাধিক তার মধ্যে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি এবং অদিতি মুন্সির স্বামীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও মুর্শিদাবাদ ও কোচবিহারে চলছে তল্লাশি অভিযান।