রাষ্ট্রপতির বিরুদ্ধে কটূ মন্তব্যে পাশে দাঁড়ায়নি দল। এবার সেই কাণ্ডে দুঃখপ্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠাবেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। রাজ্যপালকে চিঠি লিখে অভিযোগও করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অখিল গিরিকে অপসারণের দাবি তুলেছেন তিনি। মহিলা কমিশনের কাছে চিঠি লিখে মন্ত্রী অপসারণের দাবি তুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
ঘটনার সূত্রপাত নন্দীগ্রামের একটি সভায়। শুক্রবার রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ওই বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ে। শুক্রবার এই নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করে বিজেপি। শনিবার মন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল। জানিয়েছে, এই মন্তব্য দুর্ভাগ্যজনক। আগে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মন্ত্রী অখিল গিরি। এবার রাজ্যের কারামন্ত্রী জানান, তিনি ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাবেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে এই মন্তব্যের জেরে এদিন টুইট করে তৃণমূল কংগ্রেস। টুইটে জানানো হয়, "রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে শ্রদ্ধা। দলের বিধায়কের দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করি। স্পষ্ট করে জানাতে চাই, এই মন্তব্যের তীব্র বিরোধিতা করি আমরা। নারীর ক্ষমতায়ণের যুগে এধরনের দুর্ব্যবহার গ্রহণযোগ্য নয়।"