একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস এলেই বিরোধীদের মুখে শোনা যায় 'ডিম্ভাত' কটাক্ষ। এই বছর শহরের বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করেছে শাসকদল।
গীতাঞ্জলি স্টেডিয়াম
কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকছেন মালদহ এবং মুর্শিদাবাদ থেকে আসা তৃণমূল কর্মীরা৷ তাঁদের জন্য ডিম ভাত থাকছে। সঙ্গে থাকছে সয়াবিনের তরকারি।
সেন্ট্রাল পার্ক, সল্টলেক
সল্টলেকের সেন্ট্রাল পার্কে থাকছেন উত্তরবঙ্গ থেকে আাসা তৃণমূল কর্মী সমর্থকরা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুরের তৃণমূল সমর্থকদের জন্য ডিম ভাতের আয়োজন হয়েছে।
হাওড়া
উত্তর হাওড়ার শ্যাম গার্ডেন ও শ্রীরাম বাটিকা এই দুই জায়গায় হাজার পঞ্চাশ মানুষের খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলার কর্মী সমর্থকদের জন্য থাকছে ভাত, ডাল, আলু পটলের তরকারি, ডিমের ঝোল।
এর বাইরেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, শিয়ালদহেও থাকছেন তৃণমূল সমর্থকরা। সর্বত্রই মেনুতে থাকছে বহুচর্চিত ডিম ভাত। সঙ্গে যাঁরা নিরামিষ খান তাঁদের জন্য কোথাও ডাল, আলুসেদ্ধ, কোথাও তরকারির আয়োজন।