জোকার ইএসআই হাসপাতালের হস্টেল থেকে মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার । মৃতের নাম জ্যোতি গর্গ (২২) । তিনি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন বলে খবর । হস্টেলের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে লেখা পড়াশোনার চাপেই তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য় হয়েছেন ।
জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ হোস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানায় । পুলিশ তাঁকে উদ্ধার করে জোকা ইএসআই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় । দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । ওই সুইসাইড নোটটি ছাত্রীর লেখা কি না, সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে ।