RG কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় লালবাজারে তলব করা হয়েছিল DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে। সেই তলবে সাড়া দিয়ে শনিবার লালবাজারে হাজিরা দেবেন মীনাক্ষী। শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
অন্যিদিকে RG কর ইস্যুতে কলকাতায় বড় জমায়েত করতে চায় CPIM। ১ সেপ্টেম্বর ওই সমাবেশের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবিষয়ে মহম্মদ সেলিম জানিয়েছেন, বামফ্রন্টে থাকা সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১ সেপ্টেম্বর প্রতিবছর সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু এবছর ওই দিনটিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে চায়। এবিষয়ে মহম্মদ সেলিম বলেন, "এ বারের ১ সেপ্টেম্বরকে আমরা দেশ এবং রাজ্যের শান্তির জন্য পালন করতে চাই। আরজি করের বিচারের দাবিই মুখ্য হওয়া উচিত। সেই মর্মেই আমরা বামফ্রন্টে আলোচনা করব।"
RG কর কাণ্ডে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ SFI এবং DYFI এর মোট ৮ জনকে তলব করা হয়েছিল। সেসময় বাম নেত্রী জানিয়েছিলেন তিনি লালবাজারে যাবেন। মহম্মদ সেলিম জানিয়েছেন, শনিবারই আইনজীবীদের নিয়ে লালবাজারে যাবেন তাঁরা।