বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল প্রকল্পের কৃতিত্ব রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকারের । এমনই দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । উল্লেখ্য, এদিন সকালেই রাজ্যে তিনটি মেট্রো মেট্রো রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
সোশ্যাল মিডিয়ায় ২০০৯ সালের একটি ছবি পোস্ট করেছেন সেলিম । যেখানে দেখা যাচ্ছে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়দের । মহম্মদ সেলিম জানিয়েছেন, ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিকল্পনা ও শিলানাস্যের ছবি । এই ছবি পোস্ট করেই ক্যাপশনে সিপিএম নেতা দাবি করেছেন, আজ যে মেট্রোরেলের উদ্বোধন হচ্ছে, আসলে তার পুরো কৃতিত্বই রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকারের ।
এদিকে, বারাসত থেকে মোদী কলকাতায় মেট্রো প্রকল্প প্রসঙ্গে দাবি করেছেন, 'আমি যখন ছোটবেলায় কলকাতায় এসেছিলাম, তখন আকর্ষণ ছিল, মেট্রো দেখব। এখন কলকাতা মেট্রো এটার সাক্ষী বিজেপি সরকার কতটা দ্রুত গতিতে বিকাশ করছে। ২০১৪ সালের আগে গত ৪০ বছরে কলকাতা মেট্রোর কেবল ২৮ কিলোমিটার রুট হয়েছিল। কিন্তু বিজেপির আমলে এই ১০ বছরে আরও ৩১ কিলোমিটার রুট বেড়ে গিয়েছে মেট্রোর।