চোপড়ায় বাম-কংগ্রেস মিছিলে 'গুলি' চালানোর ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি । ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে । তিনজন গুরুতর আহত বলে খবর । ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি জানিয়েছে, চোপড়ার ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে রাজ্যজুড়ে । তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের অপদার্থতা ও পুলিশের একাংশের দলদাসের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে ।
এদিন মহম্মদ সেলিম বলেন, 'চোপড়ায় মনোনয়ন দিতে যাওয়ার পথে বাম-কংগ্রেস এর মিছিলের উপর একদিকে তৃণমূল গুন্ডাদের এলোপাথারি গুলি বর্ষণ ও অপরদিক থেকে পুলিশের কাঁদানে গ্যাস ছুঁড়ে আমাদের কর্মীদের নিহত ও আহত করার বিরুদ্ধে আজই সর্বত্র প্রতিবাদ ধ্বনিত হোক । কলকাতা সহ রাজ্যজুড়ে নির্বাচন কমিশনের অপদার্থতা ও পুলিশ প্রশাসনের একাংশের দলদাসের ভূমিকার বিরুদ্ধে লড়াকু কমরেডদের প্রতি কুর্নিশ জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করতে হবে ।'
জানা গিয়েছে,বৃহস্পতিবার কাঁঠালবাড়ি এলাকায় মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বাম ও কংগ্রেস কর্মীরা (panchayat election 2023)। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ । আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাষফুল শিবির।