প্রাক্তন আমলা তথা দলের রাজ্যসভার সাংসদ জহর সরকার তৃণমূলের সঙ্গে 'সম্মানজনক বিচ্ছেদের' পথ বেছে নিন। এমনটাই চাইছেন দলীয় নেতৃত্ব তৃণমূল সূত্রের খবর, জহরবাবুকে ইতিমধ্যেই এই পরামর্শ দেওয়া হয়েছে।
সম্প্রতি তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে জহরের কিছু মন্তব্যে অস্বস্তিতে পড়েছে দল। জহর জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেই তিনি রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে চলে যাবেন৷ তৃণমূলের তরফে এই বিষয়টি নিয়ে জহরবাবুর সঙ্গে কথা বলেন দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, জহর কোনও দলীয় পদে নেই৷ তিনি তৃণমূলের মুখপাত্রও নন৷ তাঁর নিজস্ব বক্তব্যে দলীয় নেতৃত্বের কোনও সিলমোহরও নেই৷ ফলে মমতা কেন তাঁর সঙ্গে কথা বলবেন। বরং জহরের উচিত নিজেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া।
তৃণমূলের বক্তব্য, জহরবাবুর যদি কোনও বিষয় ক্ষোভ থাকে, তাহলে তিনি ২১ জুলাই রাতে মমতার বাড়িতে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে তা বলতে পারতেন৷ অগস্ট মাসের শুরুতে মমতা দিল্লিতে ছিলেন৷ সেই সময় সুখেন্দুশেখরের বাড়িতে সাংসদদের জমায়েতেও মমতাকে বিষয়টি বলতে পারতেন।
কিন্তু তিনি মুখ খুলেছেন মিডিয়ার সামনে।