তৃণমূল কংগ্রেস প্রার্থীকে কোপানোর অভিযোগ উঠল ISF এর বিরুদ্ধে। শনিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে ভাঙড়ের চালতা বেড়িয়া এলাকায়। আহত তৃণমূল নেতার নাম ওহিদুল ইসলাম। তাঁকে জিরেনগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, ওহিদুল চালতা বেড়িয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস প্রার্থী। শনিবার রাত ১০টা নাগাদ তিনি বামুনিয়ার বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সেসময় বামুনিয়া কর্মতীর্থ বাজারের কাছে তাঁকে হাঁসুয়ার কোপ মারে ISF আশ্রিত দুষ্কৃতীরা। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তারা।
ওহিদুলের সঙ্গে ছিলেন তাঁর সঙ্গী ইব্রাহিম। তাঁর উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় প্রচুর পুলিশ। উত্তেজনা পরিস্থিতি তৈরি হলেও পুলিশ পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনে।