ভোট গণনা চলাকালীন ব্যালটে কালি ঢেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে। ঘটনাটি কোচবিহারের ১ নম্বর ব্লকের মহারাজা মৃপেন্দ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ৪/৪১ নম্বর বুথে। যার জেরে মাথপথেই থমকে যায় গণনার কাজ।
স্থানীয় BJP কর্মীরা জানিয়েছেন, গণনা চলাকালীন হঠাৎ কেন্দ্রে ঢোকেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিঙ্কু রায়। সেসময় ওই কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। অভিযোগ, সেসময় আচমকা ব্যালট পেপারে কালি ঢেলে দেন তিনি।
এপ্রসঙ্গে BJP-র এজেন্ট দীজেন্দ্র চন্দ্র দাস জানিয়েছিলেন, যে ব্যলটগুলি গণনা হয়েছিল তার মধ্যে মাত্র ৩টি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেসময় গণনাকেন্দ্রে বসে ছিলেন ওই প্রার্থীর স্বামী। তাঁর ইশারায় ব্যালটে কালি ঢেলে দেন রিঙ্কু।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন রিঙ্কু রায়। তাঁর দাবি, ব্যালট বক্সের পাশেই কালির একটি বোতল রাখা ছিল। তিনি প্রতিবাদ জানাতে গেলে তাঁর হাতে লেগে কালির বোতল উলটে যায়।