লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা। রবিবার এই বিশেষ ট্রেন উদ্বোধন করল পূর্ব রেল। এটিই প্রথম ফ্লার্স্ট ক্লাস কামরা-সহ লোকাল ট্রেন। রানাঘাট-শিয়ালদা শাখার মাতৃভূমি লোকালে ওই কামরা যুক্ত করা হয়েছে। রবিবার রানাঘাট স্টেশনে এই ট্রেনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ জগন্নাথ সরকার এবং ডি আর এম শিয়ালদহ দীপক নিগম।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আপাতত মহিলা যাত্রীদের জন্য চালু হয়েছে এই ট্রেন। ফলে প্রথম শ্রেণির এই কামরাটি মাতৃভূমি লোকালে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন - ফের কলকাতা-সহ রাজ্য পুলিশে বড় রদবদল, একাধিক থানার আইসিকে বদলি
এই বিশেষ কামরায় গদির আসন থাকছে, মেঝেতে পাতা থাকছে কার্পেট। বিভিন্ন ছবি আঁকা রয়েছে ট্রেনের কামরায়। সাধারণত দ্বিতীয় শ্রেণির কামরা-বিশিষ্ট লোকাল ট্রেনের থেকে প্রথম শ্রেণির এই কামরার ভাড়াও বেশি হবে বলে জানা গিয়েছে।