ডানকুনিতে দিল্লি রোডের পাশে ওষুধের গোডাউনে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
দমকল সূত্রে খবর, বুধবার ভোর রাতে ডানকুনির ওই ওষুধের গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই সময় ভিতরে কয়েকজন কর্মীরাও ছিলেন। দ্রুত তাঁরা বেরিয়ে দমকলে খবর দেন। গুদামে প্রচুর কাগজের বাক্স থাকায় মুহূর্তের মধ্যে আগুন বিরাট আকার নেয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শটসার্কিট থেকেই আগুন ছড়িয়েছে। তবে আগুন পুরোপুরি আয়ত্তে না এলে সঠিক কারণ জানা যাবে না।